টাইগার একাদশে ফিরলেন মেহেদী হাসান মিরাজ

News News

Desk

প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২৩

অনলাইন ডেস্ক : সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৩ মার্চ) আইরিশরা টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে।

এই ম্যাচ দিয়ে টাইগার একাদশে ফিরেছেন চোট থেকে সেরে ওঠা মেহেদী হাসান মিরাজ। মিরাজ ফেরায় ইয়াসির আলী রাব্বি বাদ পড়েছেন। সিরিজ শুরুর আগের দিন দলীয় অনুশীলনে চোট নিয়ে মাঠ ছাড়েন মিরাজ। এরপর অনুষ্ঠিত দুটি ম্যাচেই তিনি নামতে পারেননি।

সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়েছিল তামিম ইকবালের দল। আর দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে বাংলাদেশ তুলেছিল ৩৪৯ রান। তবে বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়।

সব মিলিয়ে তামিমের দলের সামনে আজ আইরিশদের হারিয়ে সিরিজ নিজেদের করে নেওয়ার মিশন। আর আইরিশদের সামনে মুখরক্ষার লড়াই।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন ও নাসুম আহমেদ।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড