হাসান-তাসকিনের বোলিং তোপে ১০১ রানে গুটিয়ে গেল আইরিশরা News News Desk প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২৩ অনলাইন ডেস্ক : সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে তরুণ পেসার হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও এবাদত হোসেনদের দাপটে অল্প রানেই গুটিয়ে গেছে আইরিশরা। টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই হাসান মাহমুদের আগ্রাসী বোলিংয়ে চাপে পড়ে আয়ারল্যান্ড। এরপর এবাদত-তাসকিনও তাদের চেপে ধরেন। টাইগারদের পেস ব্যাটারির দাপুটে আক্রমণে ১০১ রানেই সিলেটে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। টাইগারদের হয়ে হাসান নিয়েছেন ৫ উইকেট আর তাসকিনের শিকার ৩। আর এবাদত হোসেন ঝুলিতে পুরেছেন ২টি উইকেট। সিলেটে বৃহস্পতিবার (২৩ মার্চ) ছিল পেসারদের দিন। এই দিনে আইরিশদের সবক’টি উইকেটই নিয়েছেন বাংলাদেশের তিন পেসার। যদিও বল হাতে নাসুম আহমেদ ও মেহেদী মিরাজও ছিলেন বেশ কিপ্টে। আর পঞ্চাশ ওভারের খেলায় আয়ারল্যান্ড ব্যাট করতে পেরেছে মাত্র ২৮.১ ওভার। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES খেলাধুলা বিষয়: