ভারতের হায়দরাবাদে একটি ভবনে আগুন, নিহত ৬ News News Desk প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২৩ অনলাইন ডেস্ক : ভারতের হায়দরাবাদে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। আগুনে চার নারীসহ ছয় জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছয়জন অসুস্থ হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (১৭ মার্চ) এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি ও দ্য ট্রিবিউন। এর আগে বৃহস্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যায় আগুন লাগে। জানা গেছে, ওই বহুতল বাড়ির নাম স্বপ্নলোক কমপ্লেক্স। বাড়ির পাঁচতলায় আগুন লাগে। এ বাণিজ্যিক কমপ্লেক্সের পাঁচতলায় একটি মার্কেটিং সংস্থার অফিস ছিল। আগুনের খবর পেয়ে দমকলের দশটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে ধোঁয়ায় অনেকে অসুস্থ হয়ে পড়েন। মোট ১২ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ছয় জনের। আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো ধোঁয়া বের হচ্ছে। দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, ধোঁয়া বন্ধ হতে আরও সময় লাগবে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারনা করা হচ্ছে। এরইমধ্যে তদন্ত শুরু হয়েছে। সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম SHARES আন্তর্জাতিক বিষয়: