ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বাতিল

News News

Desk

প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২৩

অনলাইন ডেস্ক : পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা বাতিল করেছে ইসলামাবাদ হাইকোর্টে।

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে ইমরান খানের আইনজীবীর পক্ষ থেকে করা তোষাখানা মামলার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বাতিলের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে এ সিদ্ধান্ত দেওয়া হয়।

আদালত আগামী ১৩ মার্চ অতিরিক্ত দায়রা জজ আদালতে উপস্থিত হওয়ার জন্য খানকে নির্দেশ দিয়েছেন।

এর আগে পাকিস্তানের সংবাদমাধ্যম জিওর খবরে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হতে পারে। সোমবার আদালত এক নারী বিচারক ও পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের হুমকি দেওয়ার অভিযোগে হওয়া মামলায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

ওই খবরে আরও বলা হয়, পরোয়ানা জারির পরিপ্রেক্ষিতে ইমরানকে গ্রেফতারের জন্য ২৪ ঘণ্টার মধ্যে লাহোরে তার জামান পার্কের বাসায় হানা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল পুলিশ।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন