বরিশালে বাংলাদেশ শিক্ষক সমিতির মানববন্ধন অনুষ্ঠিত News News Desk প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২৩ ছবি : সাজ্জাদ হোসেন রিদয় অনলাইন ডেস্ক : মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে বরিশালে মানববন্ধন করার পাশাপাশি স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি, বরিশাল আঞ্চলিক শাখা। সারাদেশের সঙ্গে একযোগে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৩ মার্চ) বেলা ১১টায় নগরীর সদররোডের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন করেন বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। মানববন্ধন শেষে তারা মিছিলসহ তাদের দাবি সম্বলিত স্মারকলিপি দেন। বাংলাদেশ শিক্ষক সমিতি, বরিশাল আঞ্চলিক শাখার সভাপতি সুনিল বরনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি শফিকুর রহমান, অঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম, জেলা কমিটির সাধারণ সম্পাদক আসাদুর আলম আসাদ, উপদেষ্টা অধ্যক্ষ ফরিদুল আলম জাহাঙ্গীর প্রমুখ। মানববন্ধন-সমাবেশে বরিশাল জেলার বানারীপাড়া, আগৈলঝাড়া, গৌরনদী, বাবুগঞ্জ, মেহেন্দিগঞ্জ, মুলাদীসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে শিক্ষকরা অংশ নেন। সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম SHARES প্রচ্ছদ বিষয়: