পাকিস্তানে যাত্রীবাহী বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৭ News News Desk প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৩ অনলাইন ডেস্ক : পাকিস্তানে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ১৭ জন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) ভোরে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট জেলায় সুড়ঙ্গ পথে এ দুর্ঘটনা ঘটে। উদ্ধার কর্মকর্তা বলেন, আমরা হতাহতদের কোহাটের একটি হাসপাতালে নিয়ে এসেছি। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৭ জন নিহতের তথ্য পাওয়া গেছে। এদিকে মর্মান্তিক এ দুর্ঘটনার জন্য গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন প্রদেশের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী আজম খান। এর আগে, গত ২৯ জানুয়ারি বেলুচিস্তান প্রদেশে যাত্রীবাহী একটি বাস খুঁটির সঙ্গে ধাক্কা লেগে সেতু থেকে পড়ে আগুন ধরে যায়। এতে ৪০ জন নিহত হন। উল্লেখ্য, দুর্বল সড়ক অবকাঠামো ও ট্র্যাফিক আইন অমান্য করার কারণে পাকিস্তানে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম SHARES আন্তর্জাতিক বিষয়: