আগৈলঝাড়ায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

News News

Desk

প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৩

অনলাইন ডেস্ক : বরিশালের আগৈলঝাড়ায় পারিবারিক কলহের কারণে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে খাদিজা আক্তার (১৪) এক স্কুলছাত্রী।

বুধবার (১ ফেব্রুয়ারি) বিকেলে ঘরের ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. গোলাম ছরোয়ার।

মৃত খাদিজা আক্তার আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের আমবৌলা গ্রামের হাবিব মৃধার মেয়ে এবং পয়সারহাট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

থানা পুলিশ ওই স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করে বৃহষ্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠিয়েছে।

স্কুল ছাত্রীর মা আমবৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জেবুন্নেছা বেগম জানান, তিনি বিদ্যালয়ে থাকায় ঘরে একা ছিল খাদিজা। কিন্তু কি কারণে সে আত্মহত্যা করেছে, তা তিনি বলতে পারেন নি।

স্থানীয় বাসিন্দারা জানান, স্কুল ছাত্রীর বাবা-মায়ের দাম্পত্য কলহ চলছে দীর্ঘদিন ধরে। এই পারিবারিক কলহ ও অশান্তিই তার আত্মহত্যার কারণ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. গোলাম ছরোয়ার।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম