বরিশালে বিএনপির সমাবেশের মঞ্চ প্রস্তুুত হচ্ছে , সমাবেশ সফল করতে চলছে প্রচারনা News News Desk প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৩ নিজস্ব প্রতিবেদক : দেশব্যাপি নেতাকর্মীদের মুক্তি, গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম কমানোসহ ১০ দফা দাবিতে বরিশালে ৪ ফেব্রুয়ারি বিভাগীয় গণসমাবেশ করবে বিএনপি। জিলা স্কুল মাঠে বিকেল ৩টায় সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশ সফল করতে চলছে শেষ সময়ের প্রস্তুতি। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকাল থেকে সমাবেশস্থল নগরীর জিলাস্কুল মাঠে শুরু হয়েছে মঞ্চ নির্মাণের কাজ। দুপুরে মঞ্চ নির্মাণকাজ ও জিলা স্কুল মাঠ পরিদর্শন করেছেন কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারা। এদিকে বিকেলে বিএনপির কেন্দ্রীয় সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদের বাসভবনে বরিশাল দক্ষিণ ও উত্তর এবং মহানগর বিএনপির এক যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন ও সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান অংশ নেন। এতে বরিশাল মহানগরসহ ১০ উপজেলা এবং বিভাগের ৫ জেলা থেকে কর্মী-সমর্থকরা কীভাবে সমাবেশে যোগ দেবেন সে বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া দুপুরে জিলা স্কুল মাঠ এবং মঞ্চ নির্মাণকাজ পরিদর্শনে যান কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় সদস্য আবুল হোসেন খান, মেজবাহ উদ্দিন ফরহাদ ও এবায়দুল হক চাঁন। বরিশাল বিভাগীয় সমাবেশের সমন্বয়কারী বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, সমাবেশের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সড়ক ও নৌপথে নেতাকর্মীরা সমাবেশে আসবেন। আশা করি, প্রত্যাশার চেয়ে বেশি জনসমাগম হবে। এদিকে সমাবেশে ব্যাপক জনসমাগম নিশ্চিত করতে বিএনপির পক্ষ থেকে প্রচারণা ও গণসংযোগ চালানো হচ্ছে। এ লক্ষে প্রতিদিন বরিশাল নগরের প্রতিটি ওয়ার্ড এবং বিভাগের সব জেলা ও উপজেলায় নেতা-কর্মীরা লিফলেট বিতরণসহ প্রস্তুতি সভার আয়োজন করছেন। সমাবেশ সফল করতে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বরিশাল মহানগরের সদর রোড, পুলিশ লাইনস সড়ক, জিলা স্কুল মোড়, গির্জামহল্লা ও ফজলুল হক এভিনিউ এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন মহানগর এবং দক্ষিণ ও উত্তর জেলা বিএনপির নেতারা। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্যসচিব মীর জাহিদুল কবির প্রমুখ। SHARES প্রচ্ছদ বিষয়: