বরিশালে বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা বাপ্পী গ্রেপ্তার News News Desk প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৩ অনলাইন ডেস্ক : তিন মামলায় গ্রেফতার হয়েছেন বরিশাল নগরের ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোলায়মান হোসেন বাপ্পী। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাতে নগরের নিউ সার্কুলার রোডের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম। তিনি বলেন, সোলায়মান হাওলাদার বাপ্পি নামের এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তার নামে একটি সাজাপ্রাপ্ত ও দুটি বিচারাধীন মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। বরিশাল থানা পুলিশ জানিয়েছেন, বাপ্পী ৬০ লাখ টাকার একটি চেক প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত আসামি। এছাড়া তার নামে দুটি মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। এ দুই মামলায় দীর্ঘদিন পলাতক ছিলেন বাপ্পী। সোলায়মান হোসেন বাপ্পী বরিশার নগরের ২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছালাম হাওলাদারের ছেলে। গত বছরের ৩১ জুলাই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার সাংগঠিনক সকল কার্যক্রম স্থগিত করে বরিশাল মহানগর আওয়ামী লীগ। আসামি বাপ্পী ২৬ নম্বর ওয়ার্ডের কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক। এ বিষয়ে ওসি আজিমুল করিম বলেন, যাদের বিভিন্ন ধরনের অপরাধ প্রমাণিত হয়েছে তাদের কমিউনিটি পুলিশিং ফোরাম থেকে বাদ দেওয়া হবে। নতুন করে কমিউনিটি পুলিশিং ফোরামে যাদের নেওয়া হবে তাদের যাচাই-বাছাই করেই নেওয়া হবে। সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম SHARES আইন আদালত বিষয়: