ব‌বি‌তে শিক্ষার্থী‌কে মারধরের প্রতিবাদে মশাল মি‌ছিল

News News

Desk

প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৩
ছবি : খায়রুল ইসলাম সোহাগ

খায়রুল ইসলাম সোহাগ, ববি : বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) গণিত বিভাগের শিক্ষার্থী মহিউদ্দিন আহমেদ সিফাতকে হলে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতারের দাবিতে বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৬ জানুয়া‌রি‌) রাতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মশাল মিছিলটি হয়।

এ সময় শিক্ষার্থীরা জানান, হামলার ঘটনায় জড়িতদের মধ্যে পুলিশ এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলীম ছালেহি, রিয়াজ উদ্দিন মোল্লা, শামীম সিকদার, শেখ রেফাত মাহমুদকে গ্রেফতার করেছে।

কিন্তু এ ঘটনায় জড়িত বাকি আসামিদের আইনের আওতায় এখনও আনতে পারেনি। সিসি ক্যামেরায় জড়িতদের শনাক্ত করে সবাইকে আইনের আওতায় না আনা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার হুঁশিয়ারি দেন তারা।

গত ২৪ জানুয়ারি ভোর সাড়ে ৫ টায় বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হলের ৪ হাজার ১৮ নম্বর রুমে হেলমেট পরিহিত একদল যুবক মহিউদ্দিন আহমেদ সিফাতের ওপর হামলা করে।

এ সময় তাকে বাঁচাতে গিয়ে জিএম ফাহাদ ও একে জিহাদ নামের দুই শিক্ষার্থী আহত হয়। তারা সবাই বরিশাল বিশ্ববিদ্যালয়ের শের ই বাংলা হলের আবাসিক শিক্ষার্থী।