বরিশাল আইনজীবী সমিতি নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা

News News

Desk

প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৩
ছবি: সাজ্জাদ হোসেন হৃদয়

অনলাইন ডেস্ক : বরিশাল আইনজীবী সমিতির আগামী ৯ ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীরা।

মনোনয়ন জমা দেয়ার শেষ দিন মঙ্গলবার (২৪ জানুয়ারি) পর্যন্ত সভাপতি ও সম্পাদকসহ কার্যকরী পরিষদের ১১টি পদের বিপরীতে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেল এবং স্বতন্ত্র সভাপতি প্রার্থীসহ ২৩ জন প্রার্থী মনোনয়ন জমা দেয়। এ সময় উভয় প্যানেলের সদস্যরা উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি পদে ফয়জুর রহমান ফয়েজ এবং সম্পাদক প্রার্থী দেলোয়ার মুন্সি। অপরদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মনোনীত সভাপতি প্রার্থী সাদেকুর রহমান লিঙ্কন এবং সম্পাদক প্রার্থী আবুল কালাম আজাদ ইমন।

এছাড়া স্বতন্ত্র সভাপতি প্রার্থী হিসেবে হিরন কুমার মিঠু তার সমর্থকদের নিয়ে নির্বাচন কমিশনারের কাছে মনোনয়নপত্র জমা দেন।

বুধবার (২৫ জানুয়ারি) খসড়া তালিকা প্রকাশ এবং ২৯ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আগামী ৯ ফেব্রয়ারি কার্যকরি পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশনার কাইয়ুম খান কায়সার জানিয়েছেন।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড