বরিশালে জিয়াউর রহমানের ৮৭ তম জন্মবার্ষিকী পালন করেছে জেলা যুবদল

News News

Desk

প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৩
ছবি : খান মনিরুজ্জামান

খান মনিরুজ্জামান, বরিশাল : বরিশালে জিয়াউর রহমানের ৮৭ তম জন্মবার্ষিকী পালন করেছে বরিশাল জেলা যুবদল ((দক্ষিণ) ।

শনিবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টায় জিয়াউর রহমানের ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশাল নগরীর সদর রোডস্থ্য বিএনপির দলীয় কার্যালয় সম্মুখে আলোচনা সভা, দোয়া মোনাজাত ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করেন বরিশাল জেলা যুবদল (দক্ষিণ) ‘র নেতৃবৃন্দ।

বরিশাল জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান ‘র সভাপতিত্বে আলোচনা সভা দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়
আলোচনা সভা দোয়া মোনাজাত অনুষ্ঠান।

আলোচনা সভায় বক্তারা, বাংলাদেশের স্বাধীনতা ও বহুদলীয় গনতন্ত্রের প্রবর্তক হিসেবে রাজনীতি, কৃষি,অর্থনীতিতে ও পররাষ্ট্রনীতিতে জিয়াউর রহমানের সংক্ষিপ্ত জীবনী নিয়ে আলোচনা করেন।

জিয়াউর রহমানের জীবনী নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, বিশেষ অতিথি মহানগর বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক, জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব এ্যাড.আবুল কালাম শাহীন,মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড.মীর জাহিদুল কবির জাহিদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য জাকির হোসেন নান্নু।