বরিশালের আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকের মৃত্যু

News News

Desk

প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৩

অনলাইন ডেস্ক : বরিশালের আগৈলঝাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় সুমন বালা (৩৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে গৌরনদী-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কের রথবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

মৃতের মা মিনতী বালা জানান, বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে রথবাড়ি নামক স্থানে একটি প্রাইভেট কারের সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সুমন বালা গুরুতর আহত হয়।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসক ডা. বখতিয়ার আল মামুন উন্নত চিকিৎসার জন্য তাকে শেবাচিম হাসপাতালে পাঠায়।

হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, সুমন বালার মৃত্যুর বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে। তার মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম