বরিশালের কীর্তনখোলা নদীতে অভিযানে ৮০০ কেজি জাটকা জব্দ News News Desk প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৩ অনলাইন ডেস্ক : বরিশালের কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে ৮০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা। শুক্রবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে কোষ্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কে এম শফিউল কিঞ্জল। এর আগে বাংলাদেশ কোষ্টগার্ড দক্ষিণ জোনস্থ বরিশাল স্টেশনের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম আতাহার আলীর নেতৃত্বে একটি টিম ওই অভিযান পরিচালনা করে। অভিযানে বরিশাল সদর উপজেলার চরমোনাই স্টিল ব্রিজ সংলগ্ন কীর্তনখোলা নদীতে একটি ট্রলারে তল্লাশী চালিয়ে ৮০০ কেজি জাটকাসহ আটজনকে আটক করা হয়। তবে জাটকা বহনকারী ট্রলারে বড় ইলিশসহ অন্যান্য মাছ থাকায় আটককদের মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাসের উপস্থিতিতে জব্দ জাটকা বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানা, বৃদ্ধাশ্রম ও অসহায়-দুস্থদের মধ্যে বিতরণ করা হয়। সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম SHARES প্রচ্ছদ বিষয়: