করোনা : ব‌রিশালে ৪র্থ ডোজ টিকা প্রদান কার্যক্রম শুরু

News News

Desk

প্রকাশিত: ১২:২৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২২

অনলাইন ডেস্ক : করোনা ভাইরাস প্রতিরোধে সারাদেশের সাথে একযোগে ব‌রিশা‌লে ৪র্থ ডোজ ভ্যাক‌সিন প্রদান কার্যক্রম শুরু হয়েছে। ফাইজারের টিকা প্রদান করা হচ্ছে সকলকে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল থেকে শুরু হয়েছে টিকা প্রদান কার্যক্রম। বরিশালে প্রায় দেড় লাখ তৃতীয় ডোজ টিকা গ্রহণ করা ব্যক্তিই পাবে ৪র্থ ডোজের টিকা।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল থেকে একযোগে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল, কাশিপুরের কলাডেমা মাধ্যমিক বিদ্যালয়, পুলিশ হাসপাতাল ও বঙ্গবন্ধু অডিটরিয়ামে চলছে ৪র্থ ডোজের টিকা প্রদান কার্যক্রম।

টিকা প্রদান কার্যক্রমে সি‌টি করপোরেশনের কর্মীরা সহযো‌গিতা করছে বলে জা‌নিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. খন্দকার মনজুরুল ইমাম শুভ্র।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম