মির্জা ফখরুল-আব্বাসের জামিন আবেদনের শুনানি সোমবার

News News

Desk

প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২২

অনলাইন ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ বিএনপির ৭ নেতার জামিন আবেদনের ওপর শুনানি আগামীকাল সোমবার (১২ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে।

রবিবার (১১ ডিসেম্বর) দুপুরে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরী শুনানির তারিখ নির্ধারণ করেন।

এর আগে সকালে আদালতে জামিনের আবেদন দাখিল করা হয়।

গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাদের সংঘর্ষের ঘটনায় পল্টন মডেল থানায় দায়ের হওয়ায় মামলা তাদের গ্রেপ্তার দেখানো হয়।

অন্য যাদের জামিনের আবেদন করা হয় তারা হলেন- চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মো. আব্দুস ছালাম, বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও লক্ষ্মীপুর জেলা বিএনপির সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি,

গাজীপুর বিএনপির সভাপতি মো. ফজলুল হক মিলন, নরসিংদী বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব খাইরুল কবির খোকন এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সেলিম রেজা হাবিব।

সূত্র : দেশ রূপান্তর