নয়াপল্টনে বিএনপি’র কার্যালয়ে পুলিশের অভিযান

News News

Desk

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২২

অনলাইন ডেস্ক : রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের ভেতরে ঢুকে অভিযান শুরু করেছে পুলিশ। আজ বুধবার (৭ ডিসেম্বর) বিকেল সোয়া চারটার দিকে পুলিশের একটি দল বিএনপির কার্যালয়ে অভিযান শুরু করেছে। অভিযানে বিএনপির নারী কর্মীসহ আটক অন্তত ২৫ জন বলে বিএনপি সূত্র জানিয়েছে।

বুধবার (৭ ডিসেম্বর) সকাল থেকেই নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে দলটির নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন। একপর্যায়ে জমায়েত বড় হয়ে রাস্তার এক পাশ বন্ধ হওয়ার উপক্রম হয়।

পুলিশ তাঁদের সরিয়ে দিতে গেলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। সংঘর্ষের একপর্যায়ে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।

বুধবার (৭ ডিসেম্বর) বেলা তিনটার দিকে নয়াপল্টনে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এ ঘটনায় এখন পর্যন্ত আহত চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।

এ ঘটনার পর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে বিএনপির নেতা–কর্মীদের ওপর পুলিশের এ গুলি চালানো সম্পূর্ণ পরিকল্পিত।

সূত্র : দেশ রূপান্তর