ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলে ভূমিকম্প অনুভূত

News News

Desk

প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২২

অনলাইন ডেস্ক : ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলে বেশ কিছু এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

সোমবার (৫ ডিসেম্বর) সকাল ৯টা ০২ মিনিটে এ কম্পন অনুভূত হয়।

ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছে ।

আবহাওয়া অধিদফতরের এক কর্মকর্তা বলেন, ভূমিকম্পের কেন্দ্র ছিল বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম দিকে, ভারতের কাছাকাছি। মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ১।

ভূমিকম্পের কেন্দ্র থেকে ঢাকার দূরত্ব ছিল ৫২৯ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার থেকে ৩৪০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং চট্টগ্রাম থেকে ৩৯৭ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে।

তবে যতটুকু জানা গেছে, ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড