মূল্যস্ফীতি কমেছে নভেম্বরে, ৮.৮৫ শতাংশ : পরিকল্পনামন্ত্রী

News News

Desk

প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২২

অনলাইন ডেস্ক : দেশে নভেম্বরে সার্বিক মূল্যস্ফীতি আরও কমে ৮ দশমিক ৮৫ শতাংশে দাঁড়িয়েছে। অক্টোবরে এ হার ছিল ৮ দশমিক ৯১ ও সেপ্টেম্বরে ছিল ৯ দশমিক ১০ শতাংশে।

সোমবার (৫ ডিসেম্বর) পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মূল্যস্ফীতির সর্বশেষ তথ্য প্রকাশ করেন।

পরিকল্পনামন্ত্রী নিজ কার্যালয়ে গণমাধ্যমকে বলেন, সোনার দামের কারণে মূল্যস্ফীতি যতটা কমবে আশা করা হয়েছিল ততটা কমেনি। তিনি বলেন, দেশে পণ্য ও সেবার দাম কমেছে।

সূত্র : দেশ রূপান্তর


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড