বরিশাল নগরীর আবাসিক হোটেল থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার News News Desk প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২২ ছবি : সাজ্জাদ হোসেন রিদয় অনলাইন ডেস্ক : বরিশাল নগরীর একটি আবাসিক হোটেল থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৪ ডিসেম্বর) দুপুর আড়াইটায় নগরীর দক্ষিণ পোর্ট রোড ভুমি অফিস সংলগ্ন হোটেল রোজ হ্যাভেনের ৪০৬ নাম্বার রুমে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। নিহত হৃদয় মৃধা উজিপুর উপজেলার কেশবকাঠী এলাকার আবু কাশেম মৃধার ছেলে, সে পেশায় একজন লাইটারেজ জাহাজ শ্রমিক ছিলেন। হোটেলটির কর্মচারীরা জানান, হৃদয় গত ২ নভেম্বর তার পেশার কথা বলে ৪০৬ নম্বর কক্ষটিতে ওঠেন। রবিবার (৪ ডিসেম্বর) সকাল থেকেই হৃদয়ের কোন সারাশব্দ না পেলে বিষয়টি তাদের সন্দেহ হলে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুুলিশ এসে লাশ উদ্ধার করেন। নিহত হৃদয়ের পকেট থেকে একটি রূপার নুপুর উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে আত্মহত্যা মনে হলেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। সূত্র : বাংলা টাইমস্ SHARES প্রচ্ছদ বিষয়: প্রকাশক : শারমিন সুলতানা সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয় সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার। প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান বরিশাল ঠিকানা:: বিবির পুকুর পাড় হাবিব ভবন, ৫ম তলা ঢাকা ঠিকানা:: উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড