কক্সবাজারে বন্ধুকে হত্যায় দায়ে ২ আসামির আমৃত্যু কারাদণ্ড News News Desk প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২২ অনলাইন ডেস্ক : ইয়াবা লেনদেনের জেরের বিরোধে কক্সবাজারে বন্ধুকে হত্যার দায়ে দুই আসামির আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডিতদের ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। বুধবার (৩০ নভেম্বর) দুপুরে কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের আবদুস সালামের ছেলে পারভেজ হোসেন প্রকাশ বাবু (৩৬) ও একই উপজেলার বাবদি ইউনিয়নের আবদুর রব ছেলে মো. মোতালেব (৩৫)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। আদালত থেকে প্রাপ্ত তথ্যমতে, ২০২১ সালে ইয়াবার লেনদেনর বিরোধের জের ধরে শহরের কলাতলী হোটেল-মোটেল জোনের সুইট হোম রিসোর্টের কক্ষে আব্দুল মালেক (২৪) নামে এক যুবককে হত্যা করা হয়। উক্ত ঘটনায় দায়ের করা মামলায় দুইজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দণ্ডিতদের ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। নিহত মালেক ও দণ্ডিত দুইজন সম্পর্কে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট ফরিদুল আলম বলেন, ২০২১ সালে কারাগারে পরিচয়ের মাধ্যমে বন্ধুত্ব শুরু হয় নিহত মালেক, আসামি বাবু ও মোতালেবের। তারই সূত্র ধরে একই বছরের ১৫ মার্চ রাত ৯টার দিকে কক্সবাজার শহরের বাদশার ঘোনার জাকের হোসেনে ছেলে আবদুল মালেককে কলাতলীর সুইট হোম নামক রিসোর্টে খুন করে লাশ খাটের ভেতরে লুকিয়ে রেখে পালিয়ে যায় দণ্ডপ্রাপ্তরা। এ ঘটনায় নিহত আবদুল মালেকের ভাই আবদুল খালেক বাদী হয়ে পারভেজ হোসেন প্রকাশ বাবু ও মো. মোতালিবসহ আরও ২/৩ জনকে অজ্ঞাত আসামি করে কক্সবাজার সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তিনি আরও বলেন, রায়ে আদালত মনে করছেন, ইয়াবা ব্যবসার লেনদেনের বিরোধের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে। যা ১৬৪ ধারার জবানবন্দিতে স্বীকারও করেছে আসামিরা। সূত্র : দেশ রূপান্তর SHARES আইন আদালত বিষয়: