ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬২ News News Desk প্রকাশিত: ১২:২৯ পূর্বাহ্ণ, নভেম্বর ২২, ২০২২ অনলাইন ডেস্ক : ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপে ৫ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ১৬২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৭০০ জনের বেশি। গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, দেশটির মূল দ্বীপ জাভায় সোমবার এই ভূমিকম্প আঘাত হানে। এতে ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ভূমিধসের ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্রের তথ্য অনুযায়ী, পশ্চিম জাভার সিয়ানজুর অঞ্চল ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। রাজধানী জাকার্তায়ও এই কম্পন অনুভূত হয়। আতঙ্কিত বাসিন্দারা ভবনের বাইরে নেমে আসেন। পশ্চিম জাভা অঞ্চলের গভর্নর রিদওয়ান কামিল বলেন, ভূমিকম্পে ১৬২ জন নিহত হয়েছে। নিহতদের অধিকাংশ শিশু উল্লেখ করে তিনি বলেন, ‘শিক্ষার্থীরা অতিরিক্ত ক্লাস করছিল। কয়েকটি ইসলামিক স্কুলে এ ধরনের ঘটনা ঘটেছে।’ প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ জোনে ইন্দোনেশিয়ার অবস্থান হওয়ায়, সেখানে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির সক্রিয়তা দেখা যায়। এই প্রাকৃতিক দুর্যোগের ফলে দেশটিতে বড় ধরনের প্রাণহানি ঘটে থাকে। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES আন্তর্জাতিক বিষয়: