শাহ আমানত বিমানবন্দরে ৫৬টি স্বর্ণের বার উদ্ধার News News Desk প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২২ অনলাইন ডেস্ক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক গোয়েন্দারা ৫৬টি স্বর্ণের বার উদ্ধার করেছেন। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চট্টগ্রাম বিমানবন্দরে শুল্ক গোয়েন্দার একটি দল শনিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় এসব স্বর্ণ উদ্ধার করেন। দুবাই থেকে আসা ফ্লাইটের যাত্রীর কাছে স্বর্ণের বারগুলো পাওয়া যায়। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের যুগ্ম পরিচালক মো. সাইফুর রহমান জানান, চব্বিশ ক্যারেটের ওই স্বর্ণের বারগুলোর ওজন ছয় কেজি ৫২৪ গ্রাম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG-148 ফ্লাইটের বিজনেস ক্লাস 4J সিটের নিচে স্বর্ণের বারগুলো পাওয়া যায়। যার বাজার মূল্য ৪ কোটি ৪৮ লাখ টাকা। তবে এসব স্বর্ণের মালিককে পাওয়া যায়নি। এ ব্যাপারে পতেঙ্গা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম SHARES আইন আদালত বিষয়: