এই অতি মাখামাখিটা আমার লাইফে ঝামেলা করে দিচ্ছে: পরীমণি

News News

Desk

প্রকাশিত: ১০:৪২ পূর্বাহ্ণ, নভেম্বর ১১, ২০২২

অনলাইন ডেস্ক : আসেন তাহলে কিছু বিষয় ক্লিয়ার করি। এই যে মিম বলল আমি জেলাসি করলাম তোমার সাথে! এটা দশজন অপরিচিত লোকে বলতেই পারে কিন্তু তুমি কি করে এটা বলো? যেখানে ‘পরাণ’ ছবি রিলিজের পর সব খানে আমি বলে আসছি রাজের সাথে তুমি জুটি হয়ে কাজ করো।

তোমাদের জুটি দেখতে ভালো লাগে। এটা তোমরাও চাও। তোমার মাও সেদিন আমাদের লিভিং রুমে এই নিয়ে কত কথা বললেন। এই তো সেদিন ইনফিনিটি সিজন-২ এর জন্যে তোমাকে নক দিলাম আমি।

কি করে ভুলে গেলি রে ভাই। ৫ দিন আগেও আবু রায়হান জুয়েল ভাইকে বললাম রাজ আর মিমকে জুটি করে নেক্সট কাজটা করে ফেলেন ভাই।

কিন্তু বিশ্বাস কর মিম, রাজের সাথে এই অতি মাখামাখিটা আমার সংসার, আমার বাচ্চা ও আমার লাইফ- সব কিছুতে ঝামেলা করে দিচ্ছে।

এই যে দামালের তিন মাসের হল রাইটস নিলে রাজ তুমি, তোমরা সবাই- এই হলো কাল এখন আমার জীবনের। এখন তোমাদের ব্যবসায়িক ছুঁতোয় আলাপ চলে রাতদিন।

বিশ্বাস করো তোমাদের এই মাঝ রাতের ফোন আলাপ আমার সত্যিই প্রবলেম করে। আমি একা সারারাত বাচ্চাটাকে সামলাই। এসব বন্ধ করো।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড