আমাদের ছেলেরা যা পারেনি, মেয়েরা তা করে দেখিয়েছে: প্রধানমন্ত্রী

News News

Desk

প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২২

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের ছেলেরা যা পারেনি, মেয়েরা তা করে দেখিয়েছে। শুনলে ছেলেরা হয়তো একটু রাগ করবে। রাগ করার কিছু নেই। ছেলেদের প্রতিযোগিতা একটু বেশি।

বুধবার (৯ নভেম্বর) সকালে সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আমাদের মেয়েরা যতেষ্ট ভালো করছে। ২০১৮ সাফ অনূর্ধ্ব-১৮ নারী দল চ্যাম্পিয়নশিপ হয়, ২০২১ সালের অক্টোবরে নারী ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস পেয়েছে।

তাছাড়া নারী ক্রীড়া দল বিশ্বকাপে অংশ নিয়ে পাকিস্তানকে পরাজিত করেছে। ছেলেরা কিন্তু পারেনি, মেয়েরা পেরেছে।

‘যুদ্ধে জয় করেছি তাই খেলাতেও জয় করবো’ এমন মনোভাব নিয়েই মাঠে নামতে খেলোয়াড়দের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ফুটবল ক্লাবের সভাপতি কাজী মো. সালাউদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন।

সংবর্ধনা অনুষ্ঠানে খেলার স্মৃতিচারণ করেন নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। অনুষ্ঠানে ‘সাফ ওমেন্স চ্যাম্পিয়নশিপ ২০২২’ এর ওপরে একটি ভিডিও প্রদর্শন করা হয়।

সূত্র : দেশ রূপান্তর