মিয়ানমারের ইনসেইন কারাগারে বিস্ফোরণে নিহত ৮

News News

Desk

প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২২

অনলাইন ডেস্ক : মিয়ানমারের ইনসেইন কারাগারে বিস্ফোরণে কমপক্ষে আটজন নিহত হয়েছেন।

স্থানীয়দের বরাতে বিবিসির খবরে বলা হয়েছে, বুধবার (১৯ অক্টোবর) সকালে ইয়াঙ্গুনে অবস্থিত এই কারাগারের প্রবেশপথে দুটি পার্সেল বোমা বিস্ফোরিত হয়। এতে জেলখানার তিনজন কর্মী ও পাঁচজন দর্শণার্থী নিহত হয়েছেন।

খবর অনুসারে, ইনসেইন মিয়ানমারের সবচেয়ে বড় কারাগার। এখানে প্রায় ১০ হাজার বন্দী আছেন যাদের বেশির ভাগই রাজনৈতিক বন্দী।

এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী কারাগারে বিস্ফোরণের দায় স্বীকার করেনি। কারা কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণে অন্তত ১৮ জন আহত হয়েছেন। কর্তৃপক্ষ বলেছে, কারাগারের পোস্টরুমে বিস্ফোরণ হয়। সেখানে আরেকটি প্লাস্টিকে মোড়ানো বোমা পাওয়া গেছে।

মিয়ানমারের এই কারাগারটি দেশটির পূর্বের রাজধানী ইয়াঙ্গুনের বাইরে অবস্থিত। বিস্তৃত কারাগারের চারদিকে নিরাপত্তারক্ষীদের কড়া প্রহরা রয়েছে।

মানবাধিকার বিষয়ক গ্রুপগুলো বলছে, বন্দীদের সঙ্গে অমানবিক ব্যবহার ও নিষ্ঠুর পরিবেশের জন্য শতাব্দীর প্রাচীন এই জেলখানার কুখ্যাতি আছে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড