বরিশাল বিভাগীয় শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

News News

Desk

প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২২

অনলাইন ডেস্ক : বরিশালে আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিতব্য বিএনপির বিভাগীয় গণসমাবেশ সফল করতে প্রস্তুতি সভা করেছে শ্রমিক দল। বুধবার (১৯ অক্টোবর) নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ে বিভাগীয় শ্রমিক দলের ব্যানারে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের বিভাগীয় সহ-সভাপতি মো. মজিবর রহমানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন শ্রমিক দলের বিভাগীয় সাধারণ সম্পাদক এম.জি ফারুক।

বক্তব্য রাখেন বিভাগীয় সহ-সভাপতি আ. ছালাম বাতেন, মহিদুল আলম মানিক, বরিশাল জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আ. হক ফরাজী ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পটুয়াখালী জেলার ভারপ্রাপ্ত সভাপতি জাহিদুর রহমান বাবু,

পটুয়াখালী জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাক মো. মনিরুজ্জামান মনির, বরগুনা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. রুহুল আমীন এবং ভোলা জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সম্পাদক মো. তানভীর হোসেন তালুকদার।

সভায় শ্রমিক দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে ৫ নভেম্বরের বিভাগীয় গণসমাবেশে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড