৩ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত দেশের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ

News News

Desk

প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২২

অনলাইন ডেস্ক : আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে ৩ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

বুধবার (১৯ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

আগামী ৬ নভেম্বর থেকে সারা দেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। শেষ হবে ১৫ ডিসেম্বর।

এবার মোট পরীক্ষার্থী ১২ লাখ ৩৬০ জন ৪০৭ জন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ২২ হাজার ৭৯৬ জন এবং ছাত্রী ৫ লাখ ৮০ হাজার ৬১১ জন।

গত বছরের চেয়ে পরীক্ষার্থী কমেছে ১ লাখ ৯৬ হাজার ২৮৩ জন।

প্রতি বছর এপ্রিল মাসের প্রথম সপ্তাহে এ পরীক্ষা শুরু হয়ে থাকলেও করোনা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে এ বছর যথাসময়ে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড