বিদেশি শক্তি কাউকে ক্ষমতায় বসাতে পারবে না : সেতুমন্ত্রী News News Desk প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২২ অনলাইন ডেস্ক : কোনও বিদেশি শক্তি কাউকে ক্ষমতায় বসাতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন ছাড়া এদেশে অন্য কোনও রাস্তায় ক্ষমতা পালাবদলের সুযোগ নেই। আওয়ামী লীগের সঙ্গে বিএনপি খেলায় পারবে না উল্লেখ্য করে সেতুমন্ত্রী বলেন, বিজয়ের মাসে মহাসমাবেশের নামে অরাজকতা করলে আওয়ামী লীগ প্রতিরোধ করবে। ১০ ডিসেম্বর বিএনপি ১০ লাখ মানুষের সমাবেশের ভয় দেখাচ্ছে। কিন্তু ডিসেম্বর বিজয়ের মাস, বিএনপির নয়। ওবায়দুল কাদের জানান, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, যারা দলের দুর্নাম সৃষ্টি করেছে তারা আগামী নির্বাচনে মনোনয়ন পাবে না। যারা সিট, ভর্তি বাণিজ্য, দুর্নীতি ও অপকর্ম করছে তাদের স্থান আওয়ামী লীগে নেই বলে জানান তিনি। এমন ব্যক্তিদের তালিকা করা হচ্ছে বলেও জানান তিনি। সূত্র : দেশ রূপান্তর SHARES জাতীয় বিষয়: