দক্ষিণ আমেরিকার কলম্বিয়ায় বাস দুর্ঘটনায় ২০ জন নিহত News News Desk প্রকাশিত: ৬:৩৬ পূর্বাহ্ণ, অক্টোবর ১৬, ২০২২ অনলাইন ডেস্ক : দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় বাস দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) দেশটির দক্ষিণপশ্চিমের প্যান আমেরিকান মহাসড়কে এই ঘটনা ঘটে। আল জাজিরার খবরে বলা হয়েছে, বাসটি বন্দর শহর টোমাকো এবং ক্যালির মধ্যে চলছিল। ট্রাফিক পুলিশের ক্যাপ্টেন আলবার্টল্যান্ড আগুডেলো বলেন, দুর্ঘটনায় ২০ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৩ বছরের একটি কন্যা শিশু এবং ৮ বছরের এক বালক রয়েছে। তদন্তকারীরা দুর্ঘটনার শিকার বাসটির সম্ভাব্য কারিগারি ত্রুটি পরীক্ষা করছেন। প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, বাঁকাপথ পার হওয়ার পর বাসচালক কুয়াশাচ্ছন্ন এলাকায় গাড়িটির নিয়ন্ত্রণ হারান। গাড়ি থেকে হতাহতদের বের করতে নয় ঘণ্টা সময় লাগে। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES আন্তর্জাতিক বিষয়: প্রকাশক : শারমিন সুলতানা সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয় সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার। প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান বরিশাল ঠিকানা:: বিবির পুকুর পাড় হাবিব ভবন, ৫ম তলা ঢাকা ঠিকানা:: উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড