বরিশালে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ সমাবেশ-মিছিল অনুষ্ঠিত News News Desk প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২২ অনলাইন ডেস্ক : পুনরায় বিদ্যুতের দাম বৃদ্ধির পাঁয়তারা বন্ধ, নিত্য পণ্যের দাম কমানো এবং ভূমিহীনদের মাঝে খাস জমি বন্দোবস্ত দেয়ার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করেছে গণসংহতি আন্দোলন। পরে তারা খাস জমি বন্দোবস্ত দেয়ার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়। বুধবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে জেলা গণসংহতি আন্দোলনের ব্যানারে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা কমিটির আহ্বায়ক দেওয়ান আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা কমিটির সদস্য সচিব আরিফুর রহমান মিরাজ, সাকিবুল ইসলাম সাফিন, নজরুল ইসলাম খান এবং ইয়াসমিন সুলতানাসহ অন্যান্যরা। বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন দুর্বিষহ। তার উপর আবারও বিদ্যুতের দাম বৃদ্ধির পাঁয়তারা করছে সরকার। ফের বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত জনগণ মানবে না। বক্তারা নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে নামিয়ে আনা এবং ভূমিহীনদের মাঝে খাস জমি বন্দোবস্ত দেয়ার দাবি জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসনে গিয়ে খাস জমি বন্দোবস্ত দেয়ার দাবিতে একটি স্মারকলিপি দেন গণসংহতি আন্দোলনের নেতারা। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES প্রচ্ছদ বিষয়: