কুমিল্লার কলেজছাত্র সিয়াম হত্যা মামলায় গ্রেপ্তার ৮

News News

Desk

প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২২

অনলাইন ডেস্ক : কুমিল্লার তিতাসে কলেজছাত্র সিয়াম হত্যা মামলায় আট জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা এবারের দাখিল পরীক্ষার্থী।

নিহত সিয়াম মুন্সীগঞ্জ টেকনিক্যাল কলেজের প্রথম বর্ষের ছাত্র। তিনি কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের চরমোহনপুর গ্রামের হেলাল উদ্দিন সরকারের ছেলে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে। কুমিল্লা কোর্ট পুলিশের পরিদর্শক মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- মেঘনা উপজেলার ব্রাহ্মণচর নোয়াগাঁও গ্রামের সাকিব হোসেন, নাজমুল হোসেন, জোনায়েদ ইসলাম শুভ, সাইমুন মিয়া, মাসুম বিল্লাহ রনি, বালুচর গ্রামের ওমর ফারুক, জুনায়েদ আহমেদ সৌরভ ও করিমাবাদ গ্রামের মুকুল আহমেদ রাব্বি।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, ‘গ্রেপ্তারকৃত নাজমুল হোসেনের সঙ্গে সিয়ামের চাচাতো বোনের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্প্রতি ওই কিশোরীর এলাকায় ঘুরতে যায় নাজমুল ও তার বন্ধুরা। সিয়াম বিষয়টি জানতে পেরে নাজমুল ও তার বন্ধুদের এলাকায় যেতে নিষেধ করে, এতে ক্ষুব্ধ হন তারা।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সিয়াম তার এক চাচাতো ভাইকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে যায়। ঠিক তখনই নাজমুল ও তার বন্ধুরা পরীক্ষা শেষে বের হয়।

এসময় সিয়ামকে দেখতে পেয়ে মারধর শুরু করে তারা। একপর্যায়ে সিয়ামের তলপেটে ছুরিকাঘাত করলে তার মৃত্যু হয়।

ওসি আরও বলেন, ‘এ ঘটনায় সিয়ামের বাবা হেলাল উদ্দিন সরকার বাদী হয়ে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাতেই আট জনের নাম উল্লেখ করে তিতাস থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

সূত্র : রাইজিংবিডি.কম


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড