বরিশাল বিএম কলেজে ছাত্র ফ্রন্টের সমাবেশ অনুষ্ঠিত News News Desk প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২২ অনলাইন ডেস্ক : মহান শিক্ষা দিবস উপলক্ষে বরিশাল বিএম কলেজে সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। রবিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বিএম কলেজ জিরো পয়েন্টে কলেজ শাখা ছাত্রফ্রন্টের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। ছাত্রফ্রন্ট বিএম কলেজ শাখার সভাপতি হাফিজুর রহমান রাকিবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বিজন সিকদার ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামসহ অন্যান্যরা। সমাবেশে বক্তারা শিক্ষা দিবস উপলক্ষে আগামী ২০ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রিয় কমিটি আয়োজিত ছাত্র সমাবেশে যোগ দেয়ার জন্য সকল শিক্ষার্থীর প্রতি আহ্বান জানান। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES প্রচ্ছদ বিষয়: