লেভার জোড়া গোলে বার্সার দাপুটে জয়

News News

Desk

প্রকাশিত: ৮:৪৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২২

অনলাইন ডেস্ক : চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের কাছে হারের শোক কাটিয়ে জয়ে ফিরল বার্সেলোনা। ন্যু ক্যাম্পে লা লিগার ম্যাচে রবার্ট লেভানডোভস্কির জোড়া গোলে কাতালানরা ৩-০ ব্যবধানে হারিয়েছে এলচেকে। এই জয়ে রিয়াল মাদ্রিদকে টপকে শীর্ষে উঠে এলো জাভি হার্নান্দেসের দল।

খেলার শুরুর দিকে গনসালো ভার্দু লাল কার্ড দেখলে ১০ জনে পরিণত হয় এলচে। এরপর বিরতির আগে দুটি গোলও হজম করে ম্যাচ থেকেই ছিটকে যায় তারা।

৩৪তম মিনিটে লেভা বার্সেলোনাকে এগিয়ে নেওয়ার পর ৪১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডিপাই। মিনিটে দুয়েক পর বল জালে জড়িয়েছিলেন পেদ্রিও। কিন্তু ভিএআরে বাতিল হয়ে গেছে তার গোল। বিরতির পর শুরুতে আবার গোল করেন পোলিশ স্ট্রাইকার লেভা।

ছয় ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ১৬। এক ম্যাচ কম খেলা রিয়ালের পয়েন্ট ১৫।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড