ফাইনালে পা রাখল বাংলাদেশ

News News

Desk

প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২২

অনলাইন ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে ভুটানকে ৮-০ গোলের ব্যবধানে বিধ্বস্ত করেছে বাংলাদেশ।

দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ৬ বছর পর ফাইনালে পা রাখলো সাবিনা খাতুনরা।

খেলা শুরুর প্রথম থেকেই ছন্দে ছিল বাংলাদেশ। গোলের দেখা মিলল দ্বিতীয় মিনিটে, মাঝমাঠ থেকে আসা পাস ধরে সিরাত জাহান স্বপ্না গোলরক্ষককে কাটিয়ে বল জালে জড়ান।

হ্যাটট্রিক উপহার দিলেন অধিনায়ক সাবিনা খাতুন। গোলের সৌরভ ছড়ালেন কৃষ্ণা-ঋতুপর্ণারাও। ভুটানকে গুঁড়িয়ে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল বাংলাদেশ।

নারীদের সাফে বাংলাদেশের সেরা সাফল্য ২০১৬ সালে ফাইনাল খেলা। সেবার ভারতের বিপক্ষে হেরে শিরোপা খুইয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড