বিএনপি কি সরকারের একটা ব্যর্থতা দেখাতে পেরেছে : রেলমন্ত্রী News News Desk প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২২ অনলাইন ডেস্ক : রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘বিএনপি কি সরকারের একটা ব্যর্থতা দেখাতে পেরেছে? “সরকারের এই ব্যর্থতা, ক্ষমতায় এলে আমরা এইটা করব”, এমন কোনো কথা কি তাদের আছে?’ শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের ময়দানদীঘির পাড়ে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি। সারাদেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় রুরাল ওয়াটার সাপ্লাই স্কিমের নির্মাণকাজের উদ্বোধন উপলক্ষে এ সমাবেশ করা হয়। রেলমন্ত্রী বলেন, ‘বিএনপি ২০১৩-১৪ সালে যে অবরোধ-আন্দোলন করেছে, তাতে শুধু পোড়ায় দাও, জ্বালায় দাও, সিএনজি পোড়ায় দাও, বাস পোড়ায় দাও, রাস্তা কাটো, গাছ কাটো- এই কাজগুলো করেছে। সাধারণ মানুষের বিরুদ্ধে তাদের আন্দোলন। এখনো তারা লাঠি নিয়ে বেড়াচ্ছে। একটা মিটিং যদি করছে, একবোঝা লাঠি নিয়ে বেড়াচ্ছে। আন্দোলন আমরাও করেছি। আমরা কি তাদের মতো জনগণের বিরুদ্ধে আন্দোলন করে নিরপরাধ মানুষকে মেরেছি? বোদা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. সোলেমান আলীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পঞ্চগড় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সায়হান আলী, বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম, বোদা পৌরসভার মেয়র ওয়াহিদুজ্জামান সুজা, ময়দানদীঘি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল জব্বার প্রমুখ। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES জাতীয় বিষয়: