পল্লবীতে বিএনপির দু শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, আটক ৮

News News

Desk

প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২২

অনলাইন ডেস্ক : রাজধানীর মিরপুরের পল্লবীতে বৃহস্পতিবার (১৫সেপ্টেম্বর) পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিএনপির প্রায় দু শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে আটজনকে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) পল্লবী থানার এসআই সাইফুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলায় ৭৫ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরো ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে।

ওসি জানান, সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে সাতজনকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আটনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মিরপুরের ৬ নম্বর সেকশন বাজারের পশ্চিম পাশে মুকুল ফৌজ মাঠে সমাবেশে যোগ দিতে গিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বাধার মুখে পড়েন বিএনপির নেতাকর্মীরা।

বিএনপির নেতাকর্মীরা জানান, আওয়ামী লীগ নেতা-কর্মীরা তাদের ওপর অস্ত্রসহ হামলা চালায় এবং লাঠিপেটা করে।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষের ঘটনার বিবরণ জানতে চাইলে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বলেন, ‘দু’পক্ষের সংঘর্ষ থামাতে গেলে পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার ও অতিরিক্ত উপ-কমিশনারসহ অন্তত ছয়জন আহত হয়েছেন।

তাদের একজনকে রাজারবাগ পুলিশ কেন্দ্রীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ পরিস্থিতিতে পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ, টিয়ারশেল ও শর্টগানের গুলি ব্যবহার করা হয়েছে। পুলিশ বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে।

আরেক প্রশ্নের জবাবে ওসি পারভেজ ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের লোকজন বলেছেন বিএনপির লোকজনই প্রথমে ইটপাটকেল নিক্ষেপ করেছে। তারপর সংঘর্ষ শুরু হয় দু পক্ষের মধ্যে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তবে বিএনপি নেতারা অভিযোগ করে বলেছেন, পুলিশের অনুমতি নিয়ে মঞ্চ তৈরি করতে গেলে আমাদের নেতাকর্মীদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের সহযোগী হয়ে পুলিশ আমাদের ওপর গুলি ও টিয়ার শেল ছোড়ে। এতে আমাদের অনেক নেতাকর্মী আহত হয়।

আওয়ামী লীগও অভিযোগ করে, বিএনপির মিছিল থেকে তাদের নেতাকর্মীদের ওপর হামলা হয়। এতে পুলিশের বেশ কয়েকজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিএনপি সমাবেশের জন্য অস্থায়ী মঞ্চ তৈরিকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে এ নিয়ে উভয়পক্ষে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে দু পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া এবং ইট-পাটকেল ছোড়াছুড়ি শুরু হয়।

পল্লবী থানার পরিদর্শক (অপারেশনস) উদয় কুমার মণ্ডল বলেন, ‘আওয়ামী লীগের সভাটি বেলা আড়াইটার দিকে শুরু হয়ে বিকাল ৪টার দিকে শেষ হয়। অন্যদিকে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর বিএনপির সমাবেশ আর হয়নি। তারা মিছিল করেছে।

সূত্র : দেশ রূপান্তর