
এইচ,এম ইমরান : বরিশাল নগরীর ১৫ নং ওয়ার্ড এম এ জলিল সড়ক টি, বটতলা রাজু মিয়ার পুল হতে পানি মন্ত্রি কর্নেল জাহিদ ফারূক শামীমের বাসভবন এর সামন দিয়ে ফরেস্টার বাড়ির পুল পর্যন্ত, পানিতে থৈ থৈ করে।
সড়ক টি দেখলে মনে হয় ছোট-খাটো একটি খাল। প্রতি বছরই বৃষ্টি ও নদীর জোয়ারের পানিতে সড়ক টি তলিয়ে যায়, কিছু কিছু মানুষ কে আনন্দের সাথে মাছ ধরতে দেখা যায়। সিমাহীন দুর্ভোগ পোহাতে হয় এলাকাবাসী ও ব্যবসায়ীদের।
ব্যবসায়ীরা বলে বৃষ্টি ও জোয়ারের পানি জমে থাকার কারণে আমাদের বেচা বিক্রিতে অনেক সমস্যা হয়। এলাকাবাসীর তথ্যমতে জানা যায় সড়ক টি উঁচু নিচু হওয়ার কারণে এই সমস্যার সৃষ্টি হয়ে থাকে।
জোয়ারের পানির কারনে পানি ড্রেন দিয়ে নামতে অনেক সময় লাগে। বৃষ্টি অথবা জোয়ারের পানি যেন,যমে না থাকে, এজন্য বরিশাল সিটি কর্পোরেশন প্রতিটি ড্রেন পরিস্কার পরিচ্ছন্ন করে রাখে, তারপরেও জমে থাকে বৃষ্টি ও জোয়ারের পানি।
এ ব্যাপারে স্থানীয় এলাকাবাসীরা জানায় সড়ক টি উঁচু নিচু সমতল করলে মনে হয় এই চরম দুর্ভোগ হতে রেহাই পেতে পারে এলাকাবাসী, তাই বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সু দৃষ্টি কামনা করে নগরবাসী।