আজও ইউরোপে গ্যাস ছাড়ছে না রাশিয়া News News Desk প্রকাশিত: ৭:৪৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২২ অনলাইন ডেস্ক : রাশিয়ার গ্যাস কোম্পানি ‘গ্যাজপ্রম’ শনিবারও (৩ সেপ্টেম্বর) জার্মানিতে গ্যাসের লাইন বন্ধ রাখছে। রুশ কোম্পানিটি বলছে, নর্ড স্ট্রিম-১ গ্যাসলাইনে ছিদ্র (লিকেজ) ধরা পড়েছে। গ্যাসলাইন মেরামতের কথা বলে রাশিয়া গত মঙ্গলবার নর্ড স্ট্রিম -১ বন্ধ করে। গ্যাজপ্রম বলেছিল– লাইন ঠিক করতে তিন দিন সময় প্রয়োজন হবে। কিন্তু নির্ধারিত সময় পার হলেও পাইপলাইনে গ্যাস ছাড়ছে না রাশিয়া। শুক্রবার (২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে গ্যাজপ্রম জানিয়েছে, নর্ডস্ট্রিম দিয়ে গ্যাস প্রেরণ সম্পূর্ণ বন্ধ রয়েছে। পাইপলাইনের ত্রুটি না ঠিক হওয়া পর্যন্ত গ্যাস বন্ধ থাকবে। সম্ভাব্য কখন গ্যাস ছাড়া হতে পারে সে বিষয়েও কিছু বলেনি সংস্থাটি। রাশিয়া বলছে, ইউক্রেন ইস্যুতে পশ্চিমারা তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় গ্যাসলাইন রক্ষণাবেক্ষণ করতে সমস্যা হচ্ছে। তবে কিছু ইউরোপীয় নেতার অভিযোগ, জ্বালানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া। উল্লেখ্য, নর্ড স্ট্রিম-১ দিয়ে রাশিয়ার গ্যাস জার্মানিসহ ইউরোপের দেশগুলোতে যায়। রাশিয়ার গ্যাসলাইন বন্ধ রাখা নিয়ে জার্মান সংসদের পররাষ্ট্র বিষয়ক কমিটির প্রধান মিচেল রোথ বলেন, এটা আমাদের বিরুদ্ধে রাশিয়ার মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES আন্তর্জাতিক বিষয়: