প্রধানমন্ত্রী সঙ্গে চা বাগান মালিকদের সভা শনিবার

News News

Desk

প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২২

অনলাইন ডেস্ক : শনিবার (২৭ আগস্ট) চা বাগানের মালিকদের সঙ্গে সভা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা হবে।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বৃহস্পতিবার (২৫ আগস্ট) সন্ধ্যায় সভার বিষয়টি নিশ্চিত করেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বলেন, শনিবার (২৭ আগস্ট) বিকেল ৪টায় মাননীয় প্রধানমন্ত্রী চা বাগানের মালিকদের সঙ্গে সভা করবেন। গণভবনে এ সভা হবে।

৯ আগস্ট থেকে চার দিন দুই ঘণ্টা করে কর্মবিরতি ও পরে ১৩ আগস্ট থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছেন চা শ্রমিকেরা। প্রশাসনের সঙ্গে আলোচনা করে চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি ধর্মঘট প্রত্যাহার করলেও তা মানছেন না শ্রমিকরা।

শ্রমিক নেতারা কথা বলে এবং প্রশাসনের কর্মকর্তারাও নানা আশ্বাস দিয়েও চা–শ্রমিকদের কাজে ফেরাতে পারেননি।

ধর্মঘটের ১৩তম দিন বৃহস্পতিবারও ‘চায়ের রাজধানী’ হিসেবে পরিচিত মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সব চা বাগানে কাজ বন্ধ রয়েছে। সকাল থেকে বিভিন্ন চা বাগানে সভা–সমাবেশ করতে দেখা যায়। খেজুরিছড়া চা বাগানে শিক্ষার্থীরা শ্রমিকদের মজুরি ৩০০ টাকা করার দাবিতে দুই ঘণ্টা ক্লাস বর্জন করে মানববন্ধন ও প্রতিবাদ সভা করে।

সূত্র : দেশ রূপান্তর