থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ-চান-ওচাকে দায়িত্ব থেকে অব্যাহতি News News Desk প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২২ অনলাইন ডেস্ক : থাইল্যান্ডের সাংবিধানিক আদালত দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুথ-চান-ওচাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে। বুধবার (২৪ আগস্ট) এক শুনানিতে ৯ জন বিচারকের মধ্যে ৫ জন বিচারক তাকে দায়িত্ব থেকে সরানোর পক্ষে ভোট দেন। আর প্রধানমন্ত্রীর পক্ষে ভোট দেন ৪ জন বিচারক। আদালত আনুষ্ঠানিক ঘোষণা দিবে বলে প্রত্যাশা করা হচ্ছে। ব্যাংকক পোস্টের খবরে বলা হয়েছে, থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর ৮ বছরের মেয়াদ পূর্ণ হয়েছে। এ নিয়ে একটি রিট করা হয়। ২০১৪ সালে এক সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা নেন প্রায়ুথ চান ওচা। এদিকে খবরে বলা হয়েছে, বুধবার (২৪ আগস্ট) প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা তার সরকারি বাসভবনে ছিলেন না। তার বৈধ আট বছরের মেয়াদ শেষ হয়েছে উল্লেখ করে বিক্ষোভকারীরা তার বাসভবনের কাছে বিক্ষোভ করে। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES আন্তর্জাতিক বিষয়: