৪০ দিন পর শুটিংয়ে ফিরলেন মেহজাবীন

News News

Desk

প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২২

অনলাইন ডেস্ক : এক মাসেরও বেশি সময় পর শুটিংয়ে ফিরলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। দীর্ঘ বিরতির এই সময়টা পরিবারের সঙ্গেই কাটিয়েছেন বলে জানালেন তিনি। পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি বেশ কিছু স্ক্রিপ্টও পড়েছেন এই অভিনেত্রী।

মেহজাবীন জানান, ভিকি জাহেদের পরিচালনায় ‘কাজলের দিনরাত্রি’ নামের নাটকে অভিনয় করেছেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব।

মেহজাবীন বলেন, ‘এক মাসের বেশি সময় পর কাজে ফিরলাম, বলা যায় প্রায় ৪০ দিন পর শুটিংয়ে ফিরলাম। ভিকি জাহেদের সঙ্গে আগের কাজগুলো দর্শক পছন্দ করেছে।

সেই ধারাবাহিকতায় এখানেও কিছুটা নতুনত্ব রাখার চেষ্টা করা হয়েছে, এখন দেখা যাক কি হয়! আর এই কাজটা একটা ফ্যামিলি ড্রামা, যেখানে রোমান্স আছে, ইমোশন আছে, থ্রিলও আছে।

এদিকে আগামী মাসে ‘পুনর্জন্ম ৩’ নাটকের শুটিং শুরু করবেন মেহজাবীন। ভিকি জাহেদের পরিচালনায় এই সিরিজের আগের নাটকগুলোও দর্শক পছন্দ করেছে। ১ লা অক্টোবর নাটকটি উন্মুক্ত হওয়ার কথা রয়েছে।

সূত্র : দেশ রূপান্তর


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড