ফের লকডাউন চীনে

News News

Desk

প্রকাশিত: ৮:১৫ পূর্বাহ্ণ, আগস্ট ৯, ২০২২

অনলাইন ডেস্ক : চীনের ‘হাওয়াই’ খ্যাত জনপ্রিয় পর্যটন নগরী সানিয়ায় করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় ফের লকডাউন জারি করা হয়েছে। এতে ৮০ হাজারেরও বেশি পর্যটক আটকা পড়েছেন।

এক দিনে ২৬৩ জনের কোভিড পরীক্ষার ফল ‘পজিটিভ’ আসার পরদিন শনিবার (৬ আগস্ট) কর্তৃপক্ষ সানিয়া থেকে সব ফ্লাইট এবং ট্রেন চলাচল বাতিল করেছে। খবর সিএনএন এর।

ভ্রমণকারীদের এখন সানিয়া ছাড়ার অনুমতি পেতে হলে সাত দিন ধরে পাঁচটি পিসিআর পরীক্ষার নেগেটিভ সনদ দেখাতে হবে। বিশ্বে বৃহৎ অর্থনীতির দেশ হিসাবে চীনই একমাত্র ‘কোভিড জিরো’ নীতি অনুসরণ করছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসাব মতে, কোভিড মহামারির শুরু থেকে দেশটিতে ১৫ হাজারেরও কম মৃতু্যর রেকর্ড আছে।

তবে কোভিড ঠেকাতে দেশটির নেওয়া কঠোর বিধিনিষেধ এবং লকডাউনে অর্থনীতি নিয়ে উদ্বেগ আছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় হাইনান দ্বীপের নগরী এবং জনপ্রিয় পর্যটনস্থল সানিয়াতে কর্তৃপক্ষ এমন এক সময়ে কড়াকড়ি আরোপ করল, যখন পর্যটনের মৌসুম চলছে।

এই কড়াকড়ির মধ্যে সুপারমার্কেট-ফার্মেসি খোলা থাকলেও বিনোদনস্থলগুলো বন্ধ রয়েছে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন