২ ঘণ্টা পর সচল ঢাকা-ময়মনসিংহ রুটের রেল যোগাযোগ

News News

Desk

প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২২

অনলাইন ডেস্ক : ঢাকা-ময়মনসিংহ রুটের রেল যোগাযোগ অবশেষে দুই ঘণ্টা পর সচল হয়েছে। জানা গেছে, ময়মনসিংহ থেকে রিলিফ ইঞ্জিন এনে শুক্রবার (৮ জুলাই) রাত সাড়ে ৯টায় ট্রেন চলাচল সচল করা হয়।

এর আগে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়মনসিংহের গফরগাঁওয়ের মশাখালী স্টেশনের কাছে তিস্তা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হলে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

গফরগাঁও রেলওয়ের স্টেশনমাস্টার সেলিম আল হারুন গণমাধ্যমকে জানান, জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস মশাখালী স্টেশনে ঢোকার আগে ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে খবর পেয়ে ময়মনসিংহ থেকে রিলিফ ইঞ্জিন ঘটনাস্থলে এনে ইঞ্জিন সংযুক্ত করা হলে ওই রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

এ ঘটনায় যমুনা এক্সপ্রেস কাওরাইদ, জামালপুর কমিউটার শ্রীপুরে ও ব্রহ্মপুত্র এক্সপ্রেস রাজেন্দ্রপুর স্টেশনে আটকা পড়ে। এতে চরম দুর্ভোগ পোহাতে হয় ঈদে ঘরমুখী যাত্রীদের।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন