সিলেটের ফুলবাড়ি ইউনিয়নে বাস উল্টে ৩০ যাত্রী আহত News News Desk প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২২ অনলাইন ডেস্ক: ঈদ যাত্রায় শেকড়ের টানে বাড়ি ফেরার পথে বাস উল্টে আহত হলেন অন্তত ৩০ যাত্রী। শুক্রবার (০৮ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টার দিকে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়ন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে জকিগঞ্জ অভিমুখে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি ঘটনাস্থলে পৌঁছামাত্র উল্টে অর্ধেক পানিতে ডুবে যায়। এ সময় আশেপাশের লোকজন এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এমএমজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। স্থানীয়রা জানান, বাসটি দ্রুতগতিতে চালাতে গিয়ে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নে সড়কের পাশে উল্টে যায়। যাত্রীদের চিৎকারে লোকজন ছুটে গিয়ে গাড়ির ভেতর থেকে অন্তত ৩০ জনকে আহত অবস্থায় উদ্ধার করেন। তবে ডুবে যাওয়া অংশের নিচে কেউ আছেন কিনা, তা তাৎক্ষণিক জানা যায়নি। স্থানীয়রা দমকল বাহিনীকে খবর দিয়েছেন। সিলেটের গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, বাস থেকে অন্তত ৩০ জনকে উদ্ধার করা হয়েছে। তবে কেউ মারা যাননি। ঘটনার পর চালক পলাতক রয়েছেন। সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম SHARES জাতীয় বিষয়: