বাউফলে পাকা ঘাট বরাদ্দ নিয়ে বিরোধ, উত্তেজনা News News Desk প্রকাশিত: ১০:২৩ পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০২৫ পটুয়াখালী জেলা প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের একটি পুকুরে সরকারি বরাদ্দে পাকা ঘাট নির্মাণকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে বিরোধ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। ভরি পাশা গ্রামের ৫ নং ওয়ার্ডের বেলায়েত জমাদ্দার বাড়ির পুকুরে নির্মিত এ ঘাটটি স্থানান্তরের দাবিতে একপক্ষ সক্রিয় হওয়ায় এলাকায় বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘাটটির পক্ষে ও বিপক্ষে অবস্থান নিয়েছেন স্থানীয় যুবক ও গণ্যমান্য ব্যক্তিরা। ঘাটের পক্ষের নেতৃত্বে রয়েছেন মোহাম্মদ রাকিব ফকির, রাহাত জোমাদ্দার, শাওন খান ও মোহাম্মদ মানিক খান। তাদের বক্তব্য, এই ঘাটটি তাদের অত্যন্ত প্রয়োজনীয় এবং এটি হলে স্থানীয়রাই উপকৃত হবেন। অন্যদিকে, স্থানীয় মহিলা সংরক্ষিত আসনের সদস্য মোসা: কাকুলি বেগম তাঁর বক্তব্যে বলেন কিছুদিন আগে এই পুকুরে একটি সরকারি বরাদ্দে একটি ঘাট সম্পন্ন হয়েছে ঘাটটির অবস্থান নিয়ে তিনি জানান, এই পুকুরটি ইতিমধ্যে লিজ নিয়ে তাতে মাছ চাষ করা হচ্ছে। তার মতে, এই ঘাটটি যদি অন্য কোনো বেশি প্রয়োজনীয় জায়গার পুকুরে এই ঘাট টি দেওয়া হতো, তাহলে স্থানীয় অধিকাংশ মানুষ উপকৃত হতেন। কাকুলি বেগম আরও উদ্বেগ প্রকাশ করে বলেন, কিছুদিন আগে এই পুকুরের ঘাট নিয়ে আমাদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটেছে। ঘাটের পক্ষের নেতৃত্বাধীন গ্রুপের কারণে আরো সহিংসতা হতে পারে। এলাকার আরেকটি অংশের বাসিন্দাদের দাবি, ঘাট নির্মাণের স্থান নির্বাচন সঠিকভাবে হয়নি। তারা প্রকল্প বাস্তবায়নকারী কর্তৃপক্ষের কাছে দাবি জানান, স্থানীয়দের প্রকৃত মতামতের ভিত্তিতে পুনর্বিবেচনা করে ঘাটটির অবস্থান নির্ধারণ করা হোক। এ অবস্থায়, সরকারি এই উন্নয়ন কাজটি যাতে সর্বোচ্চ জনকল্যাণে আসে, সেদিকে দ্রুত নজর দেওয়া প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় সুশীল সমাজ। SHARES প্রচ্ছদ বিষয়: প্রকাশক : শারমিন সুলতানা সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয় সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার। প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান বরিশাল ঠিকানা:: বিবির পুকুর পাড় হাবিব ভবন, ৫ম তলা ঢাকা ঠিকানা:: উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড