বরিশালে ইউএনডিপির প্রতিনিধি দল নিয়ে প্রধান বিচারপতির আদালত পরিদর্শন

News News

Desk

প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৫

 

অনলাইন ডেস্ক : বরিশালে ইউএনডিপির প্রতিনিধি দল নিয়ে আদালত পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ।

আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় বরিশাল জেলা ও দায়রা জজ আদালত পরিদর্শন করেন তিনি। এসময় ইউএনডিপির প্রতিনিধি দলের সাত সদস্য উপস্থিত ছিলেন। পরে তিনি ঘন্টাব্যাপী সময়ে আদালতের ন্যায়কুঞ্জ, লিগ্যাল এইডসহ অন্যান্য কার্যক্রম ঘুরিয়ে দেখান প্রতিনিধি দলকে।

বরিশাল জেলা ও দায়রা জজ মো. ফারুক হোসেন সাংবাদিকদের জানান, ইউএনডিপি কর্তৃক আয়োজিত বিভাগীয় শহরগুলোতে আয়োজিত সেমিনারে অংশ নিচ্ছন প্রধান বিচারপতি। তারই ধারাবাহিকতায় আজ সর্বশেষ বরিশাল বিভাগে এই সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। তারই পাশাপাশি দলটি বরিশাল আদালত পরিদর্শন করলেন।

তিন আরও জানান, এসময় বিচারপতি বরিশালের আদালতের কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

একইসাথে ইউএনডিপির প্রতিনিধি দল এদেশের গরীব দুস্থদের বিচার প্রক্রিয়া যেন সহজে হয় তার আশা প্রকাশ করেন।

আদালত পরিদর্শন শেষে বেলা সাড়ে ১১ টায় নগরীর হোটেল গ্রান্ডপার্ক হলরুমে ইউএনডিপি কর্তৃক আয়োজিত জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্সি এন্ড ইফিশিয়েন্সি শীর্ষক সেমিনারে অংশ গ্রহন করেন প্রধান বিচারপতি। সেমিনারে ইউএনডিপি প্রতিনিধি দলসহ বিভাগের জেলা ও দায়রা জজসহ অন্যান্য বিচারক আইনজীবী উপস্থিত ছিলেন।


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড