ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্ব বন্ধ করতে হবে : ফিনল্যান্ড

News News

Desk

প্রকাশিত: ১০:৫৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৫

অনলাইন ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া এক ভাষণে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব ইসরায়েলকে ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদারিত্ব বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইসরায়েলকে অবশ্যই ১৯৬৭ সাল থেকে ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান দখলদারিত্ব শেষ করতে হবে।

স্টাব গাজায় চলমান মানবিক বিপর্যয়কে ‘অসহনীয়’ বলে অভিহিত করেন এবং অবিলম্বে যুদ্ধবিরতি, মানবিক সহায়তা প্রবেশের অনুমতি ও বন্দিদের মুক্তি দাবি করেন। তিনি বলেন, গাজার সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। মানবিক বিপর্যয় অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। এটি আন্তর্জাতিক ব্যবস্থার ব্যর্থতারই প্রতিফলন।

ফিনিশ প্রেসিডেন্ট বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অধিকার কোনো রাষ্ট্রেরই নেই— না রাশিয়ার ইউক্রেনে, না ইসরায়েলের ফিলিস্তিনে, না অন্য কোনো রাষ্ট্রের সুদান কিংবা কঙ্গোর মতো দেশে প্রক্সি যুদ্ধ চালানোর। তিনি জাতিসংঘ সনদের সার্বভৌমত্ব, মানবাধিকার ও মৌলিক নীতিগুলো রক্ষার ওপর জোর দেন।

স্টাব বলেন, আলোচনার মাধ্যমে ইসরায়েল ও ফিলিস্তিনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ফিলিস্তিনিদের রাষ্ট্র ও সার্বভৌমত্বের ন্যায্য আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জানাতে হবে। ১৯৬৭ সালে যে দখলদারিত্ব শুরু হয়েছিল, তা শেষ করতে হবে এবং সব ইস্যুর স্থায়ী সমাধান করতে হবে। তথ্যসূত্র : আনাদোলু এজেন্সি।


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড