বরিশালে থানা থেকে পালালেন ওয়ারেন্ট ভুক্ত আসামী

News News

Desk

প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বরিশাল কোতোয়ালি মডেল থানা থেকে পালিয়েছে জয় সাহা (৩০) নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক সাবেক নেতা।

এ ঘটনায় এক পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। জয় সাহা (৩০) বরিশাল জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও নগরীর বেলতলা এলাকার যুগল কৃষ্ণ সাহার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মো মিজানুর রহমান।

তিনি বলেন, এক আসামিকে গ্রেফতার করে থানায় আনার পর নাম ঠিকানা লিখে গারদ খানায় নিয়ে যাওয়ার সময় দৌড়ে পালিয়ে যান।

পালিয়ে যাওয়া আসামি জয়কে গ্রেফতার করতে কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।

থানা সূত্রে জানা যায়, রাইডার রাব্বি গ্রুপের সদস্য এই জয় সাহা। গত পাঁচ মাস আগে বরিশাল আদালত প্রাঙ্গণে জয় বাংলা স্লোগান দিয়ে নাশকতা চেষ্টা করা মামলার ৬ নাম্বার আসামি জয়।

এছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

সোমবার রাত ৮টার দিকে নগরীর মহসিন মার্কেট এলাকা থেকে কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি টিম জয়কে গ্রেফতার করে।

এরপর রাত ৯টার দিকে দায়িত্বরত পুলিশ সদস্যের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান তিনি।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম বলেন, জয়কে গ্রেফতার করতে আমাদের একাধিক টিম মাঠে কাজ করছে।

আর দায়িত্ব অবহেলার কারণে পুলিশ সদস্য রাজুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড