বাউফলে স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে যুবতীর অনশন News News Desk প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৫ মাসুম বিল্লাহ পটুয়াখালী জেলা প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল উপজেলায় স্ত্রীর স্বীকৃতি ও অধিকার আদায়ের দাবিতে এক যুবতী তার প্রেমিকের বাড়িতে অনশন করছেন। গত ১১ দিন ধরে তিনি এই অবস্থান ধর্মঘট চালিয়ে আসছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার কালাইয়া ইউনিয়নের শৌলা গ্রামের ৯নং ওয়ার্ডের আনসার হাওলাদারের বাড়িতে এই ঘটনা ঘটে। অনশনরত যুবতী ঢাকার লালবাগ থানার বাবুবাজার এলাকার বাসিন্দা। যুবতীর বক্তব্য অনুযায়ী, স্থানীয় কাওসার নামের এই যুবক ঢাকায় চাকরি করার সুবাদে তার সাথে পরিচিত হয়। তাদের মধ্যে গড়ে ওঠা প্রেমের সম্পর্ক স্থায়ী হয় ৫ বছর। এরপর তারা স্থানীয় এক হুজুরের মাধ্যমে ইসলামি শরিয়া মোতাবেক বিয়ে সম্পন্ন করেন। দাবি করেন, বিয়ের পর কাওসার ব্যবসার অজুহাতে তার কাছ থেকে ২৫ লক্ষ ৫০ হাজার টাকা নেয় এবং পরবর্তী আড়াই বছর তারা ঢাকায় একই বাসায় স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করেন। কিন্তু কিছুদিন আগে তিনি জানতে পারেন যে কাওসার তার গ্রামের বাড়িতে আরেকটি বিয়ে করেছেন। এবং তার সাথে কাওসার সকল যোগাযোগ বিচ্ছিন্ন করে। যখন তিনি কাওসারের গ্রামের বাড়িতে আসেন, তখন শোনেন যে কাওসার বিয়ে করেছে। স্ত্রীর মর্যাদা ও অধিকার আদায়ের দাবিতে তিনি ২য় বারের মতো ৮ সেপ্টেম্বর থেকে কাওসারের বাড়িতেই অবস্থান করছেন। তার অভিযোগ, গত ১১ দিন ধরে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। তিনি দাবি করেন, আমাকে যতদিন স্ত্রীর মর্যাদা দেওয়া না হবে ততদিন এই অনশন চলবে। অভিযুক্ত কাওসারের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, তারা ওই যুবতীকে চেনেন না। তারা আরও জানান, যুবতী ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, এই বিরোধ নিষ্পত্তির জন্য প্রথমবার স্থানীয়রা আলোচনায় বসেছিলেন এবং থানায় বিষয়টি উপস্থাপন করেছিলেন, কিন্তু কাওসার ও তার পরিবার কোনো সুরাহা করেননি। বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আক্তারুজ্জামান সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, ইতিমধ্যে এই ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলাটির তদন্তের জন্য থানায় পাঠানো হয়েছে এবং তারা এ বিষয়ে তদন্ত করছেন। SHARES প্রচ্ছদ বিষয়: প্রকাশক : শারমিন সুলতানা সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয় সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার। প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান বরিশাল ঠিকানা:: বিবির পুকুর পাড় হাবিব ভবন, ৫ম তলা ঢাকা ঠিকানা:: উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড